ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জর্ডানে জিম্মি ঘটনার অবসান : চার হামলাকারী নিহত

প্রকাশিত: ০৫:৩৭ এএম, ১৯ ডিসেম্বর ২০১৬

অবেশেষে জিম্মি ঘটনার অবসান হয়েছে জর্ডানে। স্থানীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে, চার বন্দুকধারী নিহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কারাকে শহরে রোববার দুপুরে বন্দুকধারীরা পুলিশের ওপর হামলা চালায়।

বন্দুকধারীরা দুর্গের অভ্যন্তরে কয়েকজন পর্যটককে জিম্মি করে রেখেছিল। পরে রোববার রাতে বন্দুকধারীদের বিরুদ্ধে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে চার বন্দুকধারী নিহত হয়েছে এবং জিম্মি ঘটনার অবসান হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ওই হামলাকারীরা কানাডার এক পর্যটক এবং আরো চার পুলিশ কর্মকর্তাসহ ১০ জনকে গুলি করে হত্যা করার পরই পালিয়ে যায়। ওই হামলার পরপরই জর্ডানের প্রধানমন্ত্রী হানি আল-মুলকি এই ঘটনার কড়া জবাব দেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীদের কাছ থেকে আত্মঘাতী বিস্ফোরক বেল্ট এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে ওই হামলাকারীরা কোনো জঙ্গি সংগঠনের সদস্য কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ওই হামলার ঘটনায় কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।  

টিটিএন/এমএস

আরও পড়ুন