ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এবোলা ভাইরাসে নিহতে ১ হাজার ১৩

প্রকাশিত: ০৯:০৫ পিএম, ১২ আগস্ট ২০১৪

পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া প্রাণঘাতি এবোলা ভাইরাসে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। সর্বশেষ হিসাব অনযায়ী, এবোলায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩ জনে। আর এ ভাইরাসে আক্রান্তের ব্যক্তির সংখ্যা ১ হাজার ৮৪৮ জন। জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডব্লিউএইচও আজ এ তথ্য জানায়।

পশ্চিশ আফ্রিকার লাইবেরিয়া, গিনি, সিয়েরা লিওন এবং লাইজেরিয়ায় এ ভাইরাসে গত ৭ থেকে ৯ আগস্টের মধ্যে ৫২ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে গিনিতে নিহতের সংখ্যা ৬ ও আক্রান্তের সংখ্যা ১১ জন, লাইবেরিয়ায় নিহত ২৯, আক্রান্ত ৪৫ এবং সিয়েরা লিওনে নিহতের সংখ্যা ১৭ ও আক্রান্তের সংখ্যা ১৩ জন।

উল্লেখ্য, পশ্চিম আফ্রিকায় প্রথম এবোলার প্রাদুর্ভাবের কথা প্রকাশ পায় চলতি বছরের ফেব্রুয়ারিতে।