ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আলেপ্পো ছাড়ার অপেক্ষায় হাজারো মানুষ

প্রকাশিত: ০৫:১৭ এএম, ১৮ ডিসেম্বর ২০১৬

সিরিয়ার আলেপ্পো শহর ছাড়ার অপেক্ষায় রয়েছেন পূর্বাঞ্চলের হাজার হাজার বেসামরিক নাগরিক এবং বিদ্রোহী সংগঠনের সদস্যরা। সিরীয় সরকার ও বিদ্রোহীদের মধ্যে নতুন করে চুক্তি হওয়ার কথা। চুক্তির অপেক্ষায় হাজারো মানুষ অবরুদ্ধ শহরে অবস্থান করছেন। খবর বিবিসির।

সরকার এবং বিদ্রোহী সংগঠনগুলো বলছে, নতুন চুক্তির ফলে লোকজন অবরুদ্ধ এলাকা ছেড়ে যাওয়ার অনুমতি পাবে।

তবে ওই ঘোষণার কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও দাতা সংস্থাগুলো ওই এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া শুরু করতে পারেনি।

বৃহস্পতিবার একটি ভঙ্গুর চুক্তির মধ্যেই আলেপ্পো শহর ছেড়েছে কমপক্ষে ছয় হাজার মানুষ। নতুন চুক্তি অনুযায়ী পূর্ব আলেপ্পো ছাড়াও বিদ্রোহী নিয়ন্ত্রিত ২টি এবং সরকারি নিয়ন্ত্রিত ২টি শহর থেকে সাধারণ নাগরিকদের সরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।

টিটিএন/এমএস

আরও পড়ুন