ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বাগদাদির তথ্য দিলে আড়াই কোটি ডলার পুরস্কার

প্রকাশিত: ০৫:৪৮ এএম, ১৭ ডিসেম্বর ২০১৬

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদি সম্পর্কে তথ্য দিতে পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বাগদাদি সম্পর্কে কোনো তথ্য দিতে পারলে আড়াই কোটি ডলার পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। খবর স্কাই নিউজের।

এর আগে ২০১১ সালের অক্টোবরে বাগদাদি সম্পর্কে তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার আগের চেয়ে দ্বিগুনের বেশি অর্থ পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছে।

ইরাকের বাসিন্দা বাগদাদির আসল নাম ইব্রাহিম আল সামারাই। দু’বছর আগে তিনি ইরাক ও সিরিয়ায় নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেন।

বাগদাদির প্রকৃত অবস্থান সম্পর্কে কোনো কিছু জানা যায়নি। বিভিন্ন খবরে দাবি করা হয়েছে, ইরাকে আইএসের শক্তিশালী ঘাঁটি মসুল শহরে অথবা পশ্চিমাঞ্চলীয় সিরীয় সীমান্তের কাছে আইএসের নিয়ন্ত্রিত এলাকায় অবস্থান করছেন তিনি।

বাগদাদীর নেতৃত্বে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে আইএস জঙ্গিরা।

টিটিএন/এমএস

আরও পড়ুন