ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আল-বাগদাদি থেকে পিছু হটছে আইএস

প্রকাশিত: ০১:৪০ পিএম, ০৭ মার্চ ২০১৫

ইরাকের আল-বাগদাদি শহরের পশ্চিমাঞ্চল থেকে পিছু হটতে শুরু করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধারা। প্রথমে মার্কিন বিমান হামলা ও পরে ইরাকী সেনাদের স্থল অভিযানের মুখে টিকতে না পারায় তারা পিছু হঠতে বাধ্য হচ্ছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। খবর রয়টার্স।

খবরে বলা হয়, গত মাসে আইএস জঙ্গিরা শহরটির দখল নিয়েছিল। এখান থেকে মাত্র পাঁচ মাইল দূরের এক বেসক্যাম্পে মার্কিন সেনারা ইরাকি সেনাদের প্রশিক্ষণ দিত।

জানা যায়, আইএস জঙ্গিদের হটাতে মার্কিন বাহিনী আগে আল-বাগদাদির পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালায়। এতে প্রাথমিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে জঙ্গিরা। পরে ইরাকি বাহিনীর স্থল অভিযানের মুখে তারা পিছু হঠতে বাধ্য হয়।

সেনাবাহিনী আরো জানায়, তিকরিত শহর পুনর্দখলে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিকরিত পুনর্দখল সম্ভব হলে মসুল পুনর্দখল করা সহজ হবে।

তিকরিত পুনরুদ্ধারে অগ্রবর্তী দলে রয়েছে ইরাকি  সেনাবাহিনী ও শিয়া স্বেচ্ছাসেবকদের ৩০ হাজার সদস্যের একটি দল।

এএইচ/আরআই