ইন্টারনেটে প্রভাবশালীদের তালিকায় মোদি
ইন্টারনেটে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৩০ জনের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যাসহ নানা বিষয় বিশ্লেষণ করে এ তালিকা করা হয়েছে। তালিকাটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত পত্রিকা টাইম। খবর পিটিআই।
তালিকায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ছাড়াও হ্যারি পটার খ্যাত ব্রিটিশ লেখিকা জে কে রাউলিং, গায়িকা টেলর সুইফট ও বিয়ন্সেও রয়েছেন।
টাইম জানায়, ফেসবুক ও টুইটার মিলিয়ে নরেন্দ্র মোদির প্রায় ৩ কোটি ৮০ লক্ষ ফলোয়ার রয়েছে, যা বারাক ওবামা ছাড়া অন্য যে কোনও রাষ্ট্রনেতার তুলনায় বেশি।
টাইমের ওয়েবপেজে মোদি সম্পর্কে বলা হয়েছে, ভারতে নিয়মিত ইন্টারনেট ব্যবহারকারী ২০ কোটি জনতার কাছে পৌঁছানোর মাধ্যম হিসেবে তিনি সোশ্যাল মিডিয়ার অমূল্য গুরুত্ব দিয়ে থাকেন। এ ছাড়া, এ বছরের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে বারাক ওবামার ভারতে আসার আগাম ঘোষণা টুইটারেই করেছিলেন মোদি।
সংবাদমাধ্যমের চিরাচরিত পন্থাগুলিকে পাশ কাটিয়ে এই ভাবে খবরটি জনসাধারণকে জানানোর জন্য মোদির প্রশংসা করেছে টাইম।
টাইম জানায়, রাষ্ট্রনেতা হিসেবে ফেসবুকে সবথেকে বেশি লাইক এবং টুইটারে সর্বোচ্চ সংখ্যক ফলোয়ার ওবামারই রয়েছে। আরও মজার ব্যাপার হলো, কোনো বিষয়কে সামনে আনার জন্য ওবামা ইন্টারনেটে নিজের মেমে (সবসব, অর্থাৎ হাস্যরসাত্মক ছবি, ভিডিও বা লেখা) ব্যবহারেও পিছু হঠেন না।
টাইমের তালিকায় মডেল কিম কার্দাশিয়ান, গায়ক জাস্টিন বিবার, অভিনেত্রী গিনেথ প্যালট্রো, ইয়াও চেন, গায়িকা শাকিরা, জনপ্রিয় ব্লগ হিউম্যান্স অফ নিউ ইয়র্কের ফটো সাংবাদিক ব্র্যান্ডন স্ট্যানন এবং টেলিভিশন ব্যক্তিত্ব জিমি ফ্যালন রয়েছেন।
এএইচ/পিআর