মিসরে মুরসি সমর্থকের ফাঁসি কার্যকর
মিসরের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি’র সমর্থক মাহমুদ রমাদান নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার সকালে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খবর প্রেস টিভি।
মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৭টায় রমাদানের ফাঁসি কার্যকর করা হয়। ২০১৩ সালের জুলাই মাসে সেনা অভ্যুত্থানে মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর রমাদান ‘ব্যাপক সহিংসতায়’ জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ আনা হয়।
উল্লেখ্য, দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসির পক্ষে ‘সহিংসতা’র অপরাধে প্রথম এ মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। তবে এ পর্যন্ত গণবিচারে মুরসির শত শত সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছে মিসরের আদালত যাকে জাতিসংঘ সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে নজিরবিহীন বলে উল্লেখ করেছে।
এএইচ/আরআই
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ার পক্ষে ছিলেন ম্যারকেল, করেছিলেন ন্যাটোতে ইউক্রেনের বিরোধিতাও
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ নভেম্বর ২০২৪
- ৩ তুরস্কে গুলি চালিয়ে ৭ জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা
- ৪ কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের
- ৫ যুক্তরাষ্ট্রের সমন জারির পর এবার ভারতের আদালতে আদানির বিরুদ্ধে মামলা