ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তাজিকিস্তানের বিরোধীদলীয় নেতা গুলিতে নিহত

প্রকাশিত: ০৩:০৭ পিএম, ০৬ মার্চ ২০১৫

তাজিকিস্তানের বিরোধীদলীয় নেতা উমারালি কুভাতভ অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে তাকে গুলি করে হত্যা করা হয়। উমারালি দীর্ঘদিন ধরে তুরস্কে নির্বাসনে ছিলেন।

উমারালির দলীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ইস্তাম্বুলে অজ্ঞাত বন্দুকধারী তার মাথায় একটি গুলি করে। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে তারা পৌছার আগেই উমারালির মৃত্যু হয়। তুর্কি গণমাধ্যম জানিয়েছে, উমারালি ওই সময় তার পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন।

উমারালি কুভাতভের দল গ্রুপ টুয়েন্টিফোর মুভমেন্টকে গত বছর অক্টোবরে তাজিক সরকার নিষিদ্ধ ঘোষণা করে। ২০১২ সাল থেকে প্রেসিডেন্ট ইমোমালি রাখমোনের বিরোধিতা করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনে সরকার। পরে তিনি তুরস্কে পালিয়ে যান।

তাজিক সরকার উমারালিকে ফেরত দেয়ার দাবি জানালে তুরস্ক তাতে অস্বীকৃতি জানায়। গত বছর ডিসেম্বরে ভিসা জালিয়াতির অভিযোগে তুর্কি পুলিশ তাকে আটক করে। অবশ্য এর কিছুক্ষণ পরই তাকে ছেড়ে দেয়া হয়।

এএইচ/পিআর