ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মানুষ আশা আর স্বপ্ন নিয়েই বাঁচে : মমতা

প্রকাশিত: ১০:৪২ এএম, ০৬ মার্চ ২০১৫

পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে দিল্লি যাচ্ছেন। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মমতার দলগত আদর্শের বিস্তর পার্থক্য থাকলেও মমতা আশা করেন প্রধানমন্ত্রী তার দাবি পূরুণ করবেন। বুধবার এক সংবাদ সম্মেলনে এমনটিই জানান মমতা।

মমতা বলেন, মানুষ তো আশা আর স্বপ্ন নিয়েই বাঁচে৷তাই দিল্লি যাওয়া নিয়ে আমি আশাবাদী৷ রাজ্যের দাবিদাওয়া নিয়ে আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাতে যাচ্ছি।

তিস্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মমতা বলেন, আমি বাংলাদেশ যাওয়ার আগেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন করা হয়েছিল। আমিও ফিরে এসে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রণালয়কে সব কিছু লিখে জানিয়েছি। আমি না জানাতেও পারতাম। তবে, এটা একটা এথিকসের প্রশ্ন। দু`টি দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়। এটা কোনও রাজনৈতিক বিষয় নয়। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের মতাদর্শগত ফারাক থাকতে পারে৷ কিন্তু, সরকারি স্তরে কিছু কর্মসূচি তো থাকে। এটা তার অর্ন্তগত।

উল্লেখ্য, এই মুহূর্তে মেট্রো প্রকল্প-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের সঙ্গে সহযোগিতার অবস্থান নিয়েছেন মমতা৷ বিজেপির প্রত্যাশা পূরণে মমতা তথা তৃণমূল যদি কিছুটা নরম মনোভাব নেয়, কট্টর বিরোধিতা থেকে সরে আসে, তা হলে বিজেপি রাজ্যসভায় বিল পাশ করা নিয়ে স্বস্তিতে থাকবে।

এএইচ/পিআর