ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইয়েমেনে সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলায় ৪৮ সেনা নিহত

প্রকাশিত: ০৭:৩৯ এএম, ১১ ডিসেম্বর ২০১৬

ইয়েমেনের একটি সেনা ঘাঁটিতে ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনায় ৪৮ সেনা নিহত হয়েছেন। শনিবার দেশের দক্ষিণাঞ্চলীয় এডেন শহরের ওই হামলায় আরো বহু সেনা আহত হয়েছেন। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ওয়াশিংটন পোস্টের।

এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এডেনের উপকণ্ঠে সাওলাবান ঘাঁটিতে শনিবার বিকাল চারটার দিকে বেতন সংগ্রহের জন্য অপেক্ষা করছিলেন সেনারা। সেসময়ই সেনাদের ওপর ওই আত্মঘাতী হামলা চালানো হয়। ওই সেনারা সেপ্টেম্বর থেকে বেতন ভাতা পাচ্ছিলেন না।

এক আত্মঘাতী অপেক্ষমান সেনাদের লাইনে ঢুকে নিজেকে বোমা মেরে উড়িয়ে দেন। তবে ওই সেনা ঘাঁটিতে এটাই প্রথম হামলার ঘটনা নয়। এর আগেও ওই সেনা ঘাঁটিতে ভয়াবহ হামলা চালানো হয়েছে।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বিভিন্ন সময়ে ভয়াবহ হামলা চালিয়েছে।

টিটিএন/এমএস

আরও পড়ুন