ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কৃষ্ণসাগরে ন্যাটোর ৬ যুদ্ধজাহাজ

প্রকাশিত: ০৯:৪৩ এএম, ০৫ মার্চ ২০১৫

মহড়ায় অংশ নিতে মার্কিন নেতৃত্বাধীন জোট ন্যাটোর ছয়টি যুদ্ধজাহাজ কৃষ্ণসাগরে পৌঁছেছে। ন্যাটো ম্যারিটাইম কমান্ডের (মারকম) এক বিবৃতিতে বলা হয়েছে বুলগেরিয়া, রুমানিয়া এবং তুরস্কের নৌবাহিনীর সঙ্গে মহড়ায় অংশ নেবে ন্যাটোর এই ছয় যুদ্ধজাহাজ।

মার্কিন রিয়াল অ্যাডমিরাল ব্র্যাড উইলিয়ামসনের নেতৃত্বাধীন স্ট্যান্ডিং ন্যাটো ম্যারিটাইম গ্রুপ টু (এনএনএমজি২) এ মহড়া পরিচালনা করবে। এ মহড়ার মধ্য দিয়ে ন্যাটোর সামগ্রিক প্রতিরক্ষাবিষয়ক যেকোনো দায়িত্ব পালনের যোগ্যতা অর্জন করা হবে বলে ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে জানিয়েছেন অ্যাডমিরাল উইলিয়ামসন।

মহড়ায় বিমান এবং ডুবোজাহাজ বিরোধী অনুশীলনসহ ছোট নৌকাযোগ আক্রমণ প্রতিহত করার বিষয় থাকবে। এ ছাড়া মহড়ায় জাহাজ পরিচালনার মৌলিক বিষয়ও রয়েছে বলে জানানো হয়েছে।

ইউক্রেন সংকটকে কেন্দ্র করে কৃষ্ণসাগরে ন্যাটোর উপস্থিতি জোরদার করা হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সূত্র : রেডিও তেহরান।

বিএ/আরআই