ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বুলগেরিয়ায় ট্রেন বিস্ফোরণে নিহত ৫

প্রকাশিত: ০২:১৬ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬

বুলগেরিয়ায় তরল পেট্রোলিয়াম গ্যাসবাহী একটি ট্রেন বিস্ফোরণে অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। বিস্ফোরণে আহত ও দগ্ধ আরো কমপক্ষে ২০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির হিট্রিনিও গ্রামের কাছে তরল পেট্রোলিয়াম গ্যাসবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। পরে ট্রেনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

দেশটির এক কর্মকর্তা নিকোলে নিকোলোভ বুলগেরিয়ার নোভা টেলিভিশনকে বলেন, ট্রেইন লাইনচ্যুত ও বিস্ফোরণে আশপাশের কমপক্ষে ২০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধারকাজ শুরু করেছে।

স্থানীয় একাধিক গণমাধ্যম বলছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৫টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনের গ্যাসবাহী দুটি ট্যাংক বিদ্যুতের লাইনে আঘাত হেনেছে।

বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বইকো বরিসভ বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর ঘটনাস্থলে যান। বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বইকো বরিসভ বলেন, কয়েকজনের শরীর ৯০ শতাংশের বেশি পুড়ে গেছে। স্থানীয় হাসপাতালে রক্ত সরবরাহের জন্য তিনি সেখানকার বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সূত্র : বিবিসি।

এসআইএস/আরআইপি

আরও পড়ুন