যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যবীমায় ভর্তুকির আইন আবারও বিরোধিতার মুখে
বেসরকারি স্বাস্থ্যবীমাকে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে স্টেট সরকারকে কেন্দ্রীয় সরকারের ভর্তুকি দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা আইন আবারও বিরোধিতার মুখে পড়ল। বুধবার এই মামলার শুনানিতে মতাদর্শিক ক্ষেত্রে দ্বিধাবিভক্ত থেকেছেন দেশটির সর্বোচ্চ আদালত।
ওবামাকেয়ার নামে পরিচিত এই আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জের শুনানিতে কনজারভেটিভ পার্টি সমর্থক বিচারপতি অ্যান্থনি কেনেডি দুইপক্ষের আইনজীবীদেরই সরকার মামলাটি হেরে গেলে কী ধরণের নেতিবাচক প্রভাব পড়তে পারে- সে সম্পর্কে ভাবতে বলেন। কিন্তু চূড়ান্ততভাবে কোনো পক্ষকেই তিনি সমর্থন দেনেনি। সেকারণে, বুধবারের মৌখিক শুনানী শেষ পর্যন্ত মতাদর্শিক বিভক্তির মধ্যেই শেষ হয়।
উল্লেখ্য, ওবামা সরকার এই অ্যাফর্ডেবল কেয়ার অ্যাক্টের বিরুদ্ধে মামলায় হেরে গেলে দেশটির ৩৪টি স্টেটের প্রায় ৭৫ লাখ নিম্ন ও মধ্য আয়ের নাগরিক বেসরকারি স্বাস্থ্যবীমায় কেন্দ্রিয় সরকারের ভর্তুকি থেকে বঞ্চিত হবে, যার প্রভাব মারাত্মক হতে পারে বলে আশঙ্কা করছে ওবামা সরকারসহ বিভিন্ন নাগরিক সংগঠন।
এসআরজে