সলোমন দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা প্রত্যাহার
সলোমন দ্বীপপুঞ্জে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর যে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল তা প্রত্যাহার করে নেয়া হয়েছে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। রয়টার্স।
সলোমন দ্বীপপুঞ্জের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসের পরিচালক লোতি ইয়াতেস বলেছেন, ভূমিকম্পটির কেন্দ্রস্থলের কাছের দ্বীপ মালাইতাতে কিছু ভবন ধসে পড়ার খবর তিনি পেয়েছেন।
সলোমান দ্বীপপুঞ্জে প্রায় ৬ লাখ লোকের বাস। তবে ভূমিকম্পে কোনো প্রাণহানি খবর নেই বলেও জানিয়েছেন ইয়াতেস।
শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছিল রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৮। পরে অবশ্য তারা জানায় কম্পনের মাত্রা ছিল ৭.৮।
ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সুনামি সতর্কতা জারি করলেও কয়েক ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেয়া হয়।
এনএফ/পিআর