ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে এবার চা বিক্রেতা মুখ্যমন্ত্রী

প্রকাশিত: ০২:২৭ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৬

লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘চায়ে পে চর্চা’ স্লোগানে শোরগোল ফেলে দিয়েছিলেন দেশটিতে। এখনো তিনি নিজেকে চাওয়ালা বলে দাবি করেন।

প্রধানমন্ত্রীর পরে এবার একজন চা-বিক্রেতা মুখ্যমন্ত্রীকে পেল ভারত। তিনি হলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী পন্নিরসেলভম। জয়ললিতার প্রয়াণের পরই গভীর রাতেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম্মার এই আস্থাভাজন।

এই পন্নিরসেলভম জীবনটা শুরু করেছিলেন একজন চাওয়ালা হিসেবে। একসময় নিজেই চায়ের স্টল চালাতেন। কৃষিকাজও করতেন তিনি।

৬৫ বছর বয়সী পন্নিরসেলভম অবশ্য এই প্রথম মুখ্যমন্ত্রী হলেন না। অতীতেও জয়ললিতার অনুপস্থিতিতে ২০০১ এবং ২০১৫ সালে অস্থায়ীভাবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ওপি। তিনিই তামিলনাড়ুর থেবর সম্প্রদায়ের প্রথম মুখ্যমন্ত্রী। এই সম্প্রদায়ই এআইএডিএমকে-র অন্যতম বড় ভোটব্যাংক।

বরাবরই তিনি আম্মার অন্যতম আস্থাভাজন ছিলেন। সেই কারণে ১৯৯৬ সালে একটি পৌরসভার চেয়ারম্যান হিসেবে রাজনৈতিক কেরিয়ার শুরু করা ওপি আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন। এবেলা।

এসআইএস/আরআইপি

আরও পড়ুন