ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানে সঙ্গে ফলপ্রসু আলোচনা চায় ভারত : জয়শংকর

প্রকাশিত: ০২:১৬ পিএম, ০৩ মার্চ ২০১৫

ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকর বলেছেন, তার দেশ পাকিস্তানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চায়। মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাক পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।  এর আগে জয়শংকর একটি প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র দফতরে গেলে সেখানে আইজাজ আন্তরিকভাবে তাকে স্বাগত জানান। খবর ডন নিউজ।

বৈঠকে দুই পররাষ্ট্র সচিব মনে করেন, পরমাণু শক্তিধর দেশ দুটির মধ্যে বিরাজমান অমীমাংসিত সব সমস্যা কেবলমাত্র শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। বৈঠকে কাশ্মির ও অভিন্ন সীমান্তে বিরাজমান উত্তেজনার প্রতি জয়শংকরের দৃষ্টি আকর্ষণ করেন আইজাজ চৌধুরি।

পাকিস্তানের পররাষ্ট্র এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ, পাক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমির সঙ্গেও বৈঠক করবেন জয়শংকর। এ ছাড়া, পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে জয়শংকরের সাক্ষাতের কথা রয়েছে। সার্কভুক্ত দেশগুলো সফরের অংশ হিসেবে পাকিস্তান গেছেন জয়শংকর। এর আগে তিনি ভুটান ও বাংলাদেশ সফর করেন এবং বুধবার তার কাবুল যাওয়ার কথা রয়েছে। নয়াদিল্লি গত আগস্টে পাক-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক একতরফাভাবে বাতিল করার পর এই প্রথম ইসলামাবাদ সফরে গেলেন জয়শংকর।

এএইচ/আরআই