ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ওবামার বক্তব্য অগ্রহণযোগ্য : ইরান

প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৩ মার্চ ২০১৫

ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্য প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। মঙ্গলবার সুইজারল্যান্ডের মন্ট্রিক্সে জারিফ বলেন, যুক্তরাষ্ট্র জনগণকে ধোঁকা দেয়ার লক্ষ্যে এবং ইরান বিরোধী প্রচারণার অংশ হিসেবে ওবামা এ বক্তব্য দিয়েছেন।

তিনি আরও বলেন, ওবামার এ বক্তব্য পাশ্চাত্যের সঙ্গে ইরানের চলমান পরমাণু আলোচনার পরিপন্থি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ আরও যেসব মহল ইরানের সঙ্গে পাশ্চাত্যের পরমাণু আলোচনার বিরোধী তাদেরকে খুশি করার জন্য ওবামা এ বক্তব্য দিয়েছেন। ওবামার বক্তব্যে একথা পরিষ্কার হয়েছে যে, মার্কিন প্রশাসন উপলব্ধি করেছে হুমকি বা নিষেধাজ্ঞা দিয়ে তেহরানকে কাবু করা যাবে না। ইরান কোনো অবস্থায়ই তার শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি ত্যাগ করবে না।

উল্লেখ্য, ইরানকে অবশ্যই এক দশকের জন্য পরমাণু কর্মসূচি বন্ধ রাখতে রাজি হতে হবে বলে জানান, প্রেসিডেন্ট বারাক ওবামা।  ওবামা বলেন, এ ধরনের চুক্তি নিয়ে এখনো মতানৈক্যের সম্ভাবনা রয়েছে।

এএইচ/আরআই