ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নোবেল অনুষ্ঠানের জন্য বক্তৃতা লিখে পাঠালেন বব ডিলান

প্রকাশিত: ০৪:২৪ এএম, ০৬ ডিসেম্বর ২০১৬

নোবেল পুরস্কার নিতে আসবেন না সেটা আগেই জানিয়ে দিয়েছিলেন বব ডিলান। তবে পাঁচ দিন পর অর্থাৎ ১০ ডিসেম্বর নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে তার বক্তৃতা শুনতে পাবেন দর্শকরা। যদিও সেটা ডিলানের কণ্ঠে নয়। ওই দিনের জন্য বক্তৃতা লিখে পাঠিয়ে দিয়েছেন এবারের সাহিত্যে নোবেল বিজয়ী বব ডিলান।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছে নোবেল কমিটি। তাদের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বব ডিলান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসবেন না। তবে তিনি বক্তৃতা লিখে পাঠিয়েছেন যা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দিন পাঠ করা হবে।

এ বছর সাহিত্যে নোবেল পাওয়ার পরেও বব ডিলানের কাছ থেকে তেমন সাড়া মেলেনি। তার নীরবতা ঘিরে তৈরি হয়েছিল নানা জল্পনা কল্পনা। ১৬ নভেম্বর ডিলান অবশ্য নিজেই চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন পূর্ব নির্ধারিত কিছু কাজের জন্য তিনি নোবেল পুরস্কার বিতরণের অনুষ্ঠানে থাকতে পারবেন না। সুইডিশ অ্যাকাডেমি তার সিদ্ধান্তে সম্মান জানিয়ে বলছে, এটা আসলে ব্যতিক্রমী ঘটনা।

টিটিএন/পিআর

আরও পড়ুন