ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

‌‘আইএসের পরবর্তী টার্গেট পাকিস্তান’

প্রকাশিত: ০৩:০৭ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৬

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পরবর্তী টার্গেট পাকিস্তান বলে সতর্ক করে দিয়েছেন দেশটির বিরোধী দলীয় এক রাজনীতিক। রোববার দেশটির রাজনৈতিক দল পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) প্রধান ড. তাহিরুল কাদরি এ সতর্কতা দিয়েছেন।
 
দেশটির নিস্তার পার্কে এক শান্তি সমাবেশে তিনি বলেন, সিরিয়া এবং ইরাকের পর আইএসের পরবর্তী টার্গেট পাকিস্তান। আইএস ধীরে ধীরে পাকিস্তানে পা রাখছে... প্রভাবও সম্প্রসারিত করছে।

করাচির মেয়র ওয়াশিম আখতার ও পাক সারজামিন পার্টির নেতা ওয়াশিম আফতাব ওই সমাবেশে অংশ নিয়েছিলেন। এ ছাড়া দেশটির শিখ, খ্রিষ্টান ও হিন্দু সম্প্রদায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

তাহিরুল কাদরি বলেছেন, দেশটিতে আইএস ইতোমধ্যে জঙ্গি কার্যক্রম শুরু করেছে। বিদেশিরা চান না পাকিস্তান সমৃদ্ধি লাভ করুক এবং তারা চরমপন্থার বিস্তারে ও অস্থিতিশীলতা তৈরিতে জড়িত।

পাকিস্তানের এই রাজনীতিক বলেন, জঙ্গিরা ইসলামের সুনামকে কলঙ্কিত করছে এবং পাকিস্তানের দারিদ্র জনগণকে দলে টানছে।

তিনি বলন, আল কায়েদা এবং আইএসের মতবাদ প্রায় একই রকমের। মানসিকতাও এক; শুধুমাত্র নামেই পরিবর্তন। জঙ্গিবাদের গ্রহণযোগ্যতা দূর করতে হবে। পাকিস্তান সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলোকে তাদের কৌশলের বিষয়ে পুনরায় ভাবতে হবে।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।

এসআইএস

আরও পড়ুন