জয়ললিতার মৃত্যুর গুজব : হাসপাতালের অস্বীকার
ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। আম্মা হিসেবে পরিচিত জয়ললিতার মৃত্যুর খবর স্থানীয় একাধিক টেলিভিশন চ্যানেলে প্রচারের পর হাজার হাজার দলীয় নেতাকর্মী চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন। পরে পুলিশ লাঠিচার্জ করে হাসপাতালের সামনে থেকে দলীয় কর্মী ও সমর্থকদের সরিয়ে দিয়েছে।
সোমবার সন্ধ্যার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, গণমাধ্যমে মুখ্যমন্ত্রীর মৃত্যুর যে সংবাদ প্রচার করা হয়েছে তা মিথ্যা। এর আগে রোববার সন্ধ্যায় তামিলনাড়ুর এই মুখ্যমন্ত্রী হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে একদল বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে তামিলনাড়ুর আম্মা।
এনডিটিভি এক প্রতিবেদনে বলছে, মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর জয়ললিতার রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে পতাকা অর্ধনমিত করা হলেও পরে তা সরিয়ে নেয়া হয়।
দিল্লি এআইআইএমএস ইনস্টিটিউটের চার চিকিৎসককে চেন্নাই পাঠানো হয়েছে; তারা জয়ললিতার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
লন্ডন থেকে আনা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক ড. রিচার্ড বিলেকে। এক বিবৃতিতে তিনি বলেছেন, জয়ললিতার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তবে অামি নিশ্চিত করে বলছি, হার্ট অ্যাটাক থেকে তাকে সুস্থ করার জন্য সম্ভাব্য সবকিছু করা হয়েছে। এনডিটিভিকে তিনি বলেন, এই রাজনীতিককে সর্বোচ্চ সেবা দেয়া হচ্ছে।
চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের আশপাশের সব রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। সেখানে জয়ললিতার হাজার হাজার সমর্থক অপেক্ষা করছেন। এর আগেও গত মাসে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল।
এদিকে ব্যাপক জনপ্রিয় এই রাজনীতিকের সমর্থকরা যাতে নিজেদের ক্ষয়ক্ষতি করতে না পারেন সে লক্ষ্যে রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। এর আগে রোববার রাতে চেন্নাই অ্যাপোলো হাসপাতালের একাধিক টুইটে জয়ললিতার জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়।
এসআইএস/পিআর