ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জয়ললিতা আশঙ্কাজনক শুনে হার্ট অ্যাটাকে ভক্তের মৃত্যু

প্রকাশিত: ১০:১১ এএম, ০৫ ডিসেম্বর ২০১৬

হৃদরোগে আক্রান্ত ভারতের তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা আশঙ্কাজনকের খবর শুনে তার এক ভক্ত হার্ট অ্যাটাকে মারা গেছেন। সোমবার এ ঘটনা ঘটেছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা বর্তমানে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে রয়েছেন। সোমবার তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, জয়ললিতার অবস্থা আশঙ্কাজনক।

টেলিভিশনের খবরে নেত্রীর হার্ট অ্যাটাকের খবর জানতে পারেন গাধী নগর জেলার কাড্ডালোরের বাসিন্দা এআইএডিএমকে কর্মী নেলাগন্দন। সংবাদে বলা হয়, জয়ললিতার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

জয়ললিতার চিকিৎসার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এই খবরে নেলাগন্দন এতটাই ব্যথিত হন যে, সঙ্গে সঙ্গে বুকে ব্যথা শুরু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর কোয়েম্বাটোরে মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর গুজব শুনে ৪৭ বছর বয়সী এক জয়া ভক্ত মারা যায়।

এসআইএস/আরআইপি

আরও পড়ুন