প্রেমিকের সঙ্গে ঝগড়া, ফেসবুকে পোস্ট করে ছাত্রীর আত্মহত্যা
ফেসবুকে বন্ধুদের গ্রুপে আত্মহত্যা করার কথা লিখেছিলেন সতেরো বছর বয়সী এক কিশোরী। শনিবার রাত সাড়ে সাতটার দিকে বন্ধুদের কাছে আত্মহত্যা করার কথা জানানোর কয়েক ঘন্টার পরেই একাদশ শ্রেণির ছাত্রী অরুণা ঘোষের মৃতদেহ উদ্ধার করা হয়।
ভারতের মুর্শিদাবাদের বহরমপুরের ২ নম্বর বানজেটিয়া এলাকায় ওই ঘটনা ঘটেছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ওই ছাত্রীর প্রেমিককে রোববার ভোরে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে আদালতে তোলার কথা।
মণীন্দ্রনগর গার্লস স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী অরুণার সঙ্গে পাশের স্কুলের এক ছাত্রের সম্পর্ক ছিল। কিন্তু কয়েক দিন ধরে ওই কিশোর অরুণাকে এড়িয়ে চলছিল। ফেসবুকে দু’জনের কথোপথন থেকে এ কথা জানিয়েছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় দু’জনের দেখা হয়েছিল। সেসময় তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। তারপরেই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই কিশোরের আচরণে কষ্ট পেয়েছেন বলে সামাজিক মাধ্যম ফেসবুকে বন্ধুদের কাছে জানান অরুণা। সে আত্মহত্যার সিদ্ধান্তের কথাও জানায়। ‘গুড বাই অল, তোরা সবাই ভালো থাকিস’ এটাই ছিল ফেসবুকে অরুণার শেষ কথা।
পরে নিজের ঘরে শাড়ি দিয়ে গলায় ফাঁস দেয় সে। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
টিটিএন/এমএস