১৯ খ্রিস্টানকে মুক্তি দিয়েছে আইএস
উত্তর-পূর্ব সিরিয়ায় অপহৃত ১৯ আশারীয় খ্রিস্টানকে মুক্তি দিয়েছে আইএস (ইসলামিক স্টেট)। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রোববার এক আশারীয় কমান্ডারের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।
তবে বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থের বিনিময়ে ওই ১৯ জনকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়া সবাইকে তালঘোরান গ্রাম থেকে অপহরণ করা হয়েছিল।
২৩ ফেব্রুয়ারি দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ১২টি গ্রাম থেকে মোট ২২০ জনকে অপহরণ করে আইএস সদস্যরা। অপহৃতদের মধ্যে এই ১৯ জনও ছিলেন।
খ্রিস্টানদের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তি পাওয়াদের মধ্যে ১৬ জন পুরুষ ও তিনজন নারী। রোববার হাসাকেহ শহরের ভার্জিন মেরি চার্চে পৌঁছেছেন মুক্তিপ্রাপ্তরা।
আশারীয় হিউম্যান রাইটস নেটওয়ার্ক জানিয়েছে, শরীয়া আদালতের নির্দেশে জিজিয়া করের বিনিময়ে ওই অপহৃতদের মুক্তি দেওয়া হয়।
বিএ/এমএস