ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মৃত্যুদণ্ড কার্যকরের ২১ বছর পর নির্দোষ প্রমাণিত

প্রকাশিত: ০৪:৫০ এএম, ০৩ ডিসেম্বর ২০১৬

ধর্ষণ ও হত্যার দায়ে চীনে এক যুবকের মৃত্যুদণ্ড কার্যকরের দুই দশকেরও বেশি সময় পর দেশটির আদালত এক রায়ে বলেছেন, আসলে ওই যুবক নির্দোষ ছিলেন।

সিএনএনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

১৯৯৫ সালে নি সুবিন নামে ওই যুবকের মৃত্যুদণ্ড কার্যকর হয়। একই ঘটনায় ২০০৫ সালে আরেক যুবকেরও মৃত্যুদণ্ড কার্যকর হয়।

বেঁচে থাকলে নি’ বয়স হতো আজ ৪২ বছর। নি’র মৃত্যুদণ্ড কার্যকরের পর তার বাবা আত্মহত্যার চেষ্টা করেন, তবে ভাগ্যক্রমে বেঁচে যান তিনি।

গ্রেফতারের সাত মাস পর নি’র বাবা-মাকে না জানিয়েই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এনএফ/এমএস