ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মিয়ানমারে গিয়ে বিক্ষোভের মুখে কফি আনান

প্রকাশিত: ০৪:২৬ এএম, ০৩ ডিসেম্বর ২০১৬

মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। শুক্রবার তিনি যখন দেশটির সিত্তি বিমানবন্দরে পৌঁছান সেখানে ১০০-এর বেশি জড়ো হয়ে বিক্ষোভ দেখান।

বিক্ষোভকারীরা আমার কফি আনান কমিশন চাই না বলেও স্লোগান দেন।

সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের অবস্থা যাচাইয়ে বর্তমানে মিয়ানমার রয়েছে কফি আনান নেতৃত্বাধীন একটি কমিশন।

আজ শনিবার রাখাইনের উত্তরাঞ্চল পরিদর্শন করবেন কফি আনান।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, সাম্প্রতিক সময়ে মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে অন্তত ৮৬ জন নিহত হয়েছেন। ঘড়-বাড়ি হারিয়েছেন ৩০ হাজারের মতো মানুষ।

জাতিসংঘ বলছে, গেল কয়েক সপ্তাহে অন্তত ১০ হাজার মানুষ বাংলাদেশে পালিয়েছেন।

এনএফ/এমএস