ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মসুলের ২৩ জেলা পুনরুদ্ধার করেছে ইরাকি বাহিনী

প্রকাশিত: ০৪:০৫ এএম, ০৩ ডিসেম্বর ২০১৬

ইরাকের মসুলের ২৩টি জেলা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে পুনরুদ্ধার করেছে ইরাকি বাহিনী। ইরাকের বিশেষ বাহিনী বহুদিন ধরেই মসুল উদ্ধারের জন্য আইএসের সঙ্গে প্রাণপনে লড়াই করে যাচ্ছেন।

ওই বিশেষ বাহিনীর কর্মকর্তা লে. কর্নেল মুহানাদ আল তামিমি সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, জোহোরের আশেপাশে তার লোকেরা পুরো নিয়ন্ত্রণ নিয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে লড়াই করার পর তারা ওই এলাকায় প্রবেশ করতে সক্ষম হয়েছেন।

তিনি আরো জানিয়েছেন, তার লোকেরা প্রতিবেশি কাদিসিয়াহসহ ২৩টি জেলা পুনর্দখল করেছে। বিশেষ বাহিনীর এক উর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার এপিকে জানিয়েছেন, তার লোকেরা দু’তলা বিশিষ্ট দু’টি ভবন দখল করে নিয়েছে। ওই ভবনে আইএস যোদ্ধারা বাস করত।

২০১৪ সালে মসুল দখল করে নেয় সেনাবাহিনী। তারপর থেকে ওই এলাকার পুরো নিয়ন্ত্রণ চলে যায় জঙ্গিদের হাতে।

টিটিএন/এমএস

আরও পড়ুন