ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কাশ্মীরের মুখ্যমন্ত্রী হলেন সাঈদ

প্রকাশিত: ০৭:৩৫ এএম, ০১ মার্চ ২০১৫

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেতা মুফতি মোহাম্মদ সাঈদ (৭৯)। রোববার সকালে জম্মু বিশ্ববিদ্যালয়ের জেনারেল জরোয়ার সিং অডিটোরিয়ামে  তিনি কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নির্মল সিং। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ রাজ্যটিতে গত বছরের ডিসেম্বরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ৮৭ আসন বিশিষ্ট বিধানসভায় পিডিপি সর্বোচ্চ ২৮টি আসন লাভ করে। বিজেপি লাভ করে ২৫টি আসন। ভোটে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় ক্ষমতায় আসতে জোট গঠনের প্রয়োজন হয়। কিন্তু এ বিষয়ে দ্রুত সমাধান না হওয়ায় এতদিন রাজ্যপাল রাজ্যটির দায়িত্ব ছিলেন।

অনেক প্রচেষ্টার পর অবশেষে মতাদর্শের দিক দিয়ে দুই প্রান্তে অবস্থান করা পিডিপি ও বিজেপির মাঝে জোট গঠনে সমঝোতা হয়। এর মাধ্যমে রাজ্যটিতে এই প্রথমবারের মতো সরকারের অংশ হলো বিজেপি।

এর আগে ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মুফতি সাঈদ। ওই সময় কংগ্রেসের সঙ্গে জোট গঠন করে ক্ষমতায় এসেছিল তার দল।

এএইচ/এমএস