ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এক যুগ পর খুলে দেয়া হলো বাগদাদ জাদুঘর

প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

দীর্ঘ বারো বছরের অক্লান্ত পরিশ্রমের পর ইরাকের জাতীয় জাদুঘরটি শনিবার পুনরায় আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয়েছে। এই এক যুগের চেষ্টায় লুট হওয়া ১৫ হাজার সামগ্রীর প্রায় এক-তৃতীয়াংশ উদ্ধার করা হয়েছে।

কর্মকর্তারা জানান, মসুলে ইসলামিক স্টেট জাহিদ গ্রুপের হাতে অনেক অমূল্য পুরাকীর্তির ধ্বংস হওয়ার ঘটনার প্রতিবাদে বিলম্বিত পুনঃউদ্বোধনটি এগিয়ে আনা হয়েছে।

পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়ের উপমন্ত্রী কায়েস হোসাইন এএফপিকে বলেন, আমরা গত দু’য়েক মাস ধরে জাদুঘরটি পুনরায় খুলে দেয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। জাদুঘরটি সর্বসাধারণের জন্য খুলে দেয়া দরকার।

তিনি বলেন, মসুলের ঘটনায় আমরা আমাদের কাজ বেগবান করি। দায়েশ গং যা করেছে তার জবাবে আমরা জাদুঘরটি আজই খুলে দিতে চাইছিলাম।

গত বৃহস্পতিবার ইরাকের মসুল নগরীর দখল নেয়া আইএস জিহাদিরা প্রাচীন ভাস্কর্য ভাঙ্গার একটি ভিডিও প্রকাশ করে। এই ধ্বংসযজ্ঞে সারা বিশ্বে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠক ডাকে। এছাড়া আইএস-এর নিয়ন্ত্রণে থাকা অন্যান্য গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থান নিয়াও উদ্বেগ দেখা দিয়েছে।

আরএস/পিআর