অর্থনৈতিক সংহতি জোরদারে আসিয়ানের বৈঠক
এসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)-এর সদস্যভুক্ত ১০ দেশের অর্থমন্ত্রিদের দু’দিনব্যাপী এক বৈঠক মালয়শিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় কোতা ভারু শহরে শনিবার শুরু হয়েছে। ইকোনোমিক কমিউনিটি (এইসি) প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা করতে তারা এ বৈঠকে বসছেন।
সদস্যভুক্ত ১০ দেশের মধ্যে অর্থনৈতিক সংহতি জোরদারইছ এইসির লক্ষ্য। ‘২১তম আসিয়ান ইকোনোমিক মিনিস্টার্স রিট্রিট’ শীর্ষক এ বৈঠকের আগে ১০ দেশের সিনিয়র অর্থ কর্মকর্তারা এক প্রস্তুতিমূলক বৈঠক করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর নাগাদ এইসি কার্যকর হওয়ার কথা রয়েছে। এ অঞ্চলে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা চালুর লক্ষ্য নিয়ে এইসি কার্যকর করা হচ্ছে।
আরএস/আরআই
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ১০ মিলিয়ন ডলার মূল্যের পুরাকীর্তি ভারতকে ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র
- ২ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ৩ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৪ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?
- ৫ ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র