মসুলে পানির অভাবে দিন কাটাচ্ছে সাড়ে ৬ লাখ মানুষ
ইরাকের মসুল শহরে ইরাকি বাহিনী এবং ইসলামিক স্টেটের (আইএস) মধ্যে লড়াইয়ে শহরটির একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় সাড়ে ছয় লাখ মানুষ পানির অভাবে দিন কাটাচ্ছে। খবর আল জাজিরার।
ওই শহরের ৪০ ভাগ বাসিন্দাই ভয়াবহ সংকটে দিন কাটাচ্ছে। এখানে অধিকাংশ দরিদ্র পরিবার ইতোমধ্যেই খাদ্য সংকটে দিন কাটাচ্ছে। খাবার এবং পানির অভাবে লাখ লাখ মানুষের জীবন বিপন্ন হচ্ছে। এর মধ্যে নতুন করে পাইপলাইন নষ্ট হয়ে যাওয়ায় সাড়ে ছয় লাখের মতো মানুষ পানি সংকটে পড়েছে।
মসুলের নিনেভেহ প্রদেশের কাউন্সিলের সদস্য হুসাম আল আবার বলেছেন, আমরা ভয়াবহ মানবিক বিপর্যয়ে দিন কাটাচ্ছি। এখানে মানবিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছে প্রায় ১৫ লাখ মানুষ। পানি, বিদ্যুৎ, স্বাস্থ্য এবং খাদ্যসহ বিভিন্ন মৌলিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে লাখ লাখ মানুষ।
টিটিএন/এনএইচ/পিআর