ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আলেপ্পো ছেড়েছে ২০ হাজার সিরীয়

প্রকাশিত: ০৪:১০ এএম, ৩০ নভেম্বর ২০১৬

এক সপ্তাহে সিরিয়ার বিদ্রোহী-অধ্যুষিত আলেপ্পো শহর ছেড়েছে প্রায় ২০ হাজার বেসামরিক নাগরিক। রেড ক্রিসেন্ট জানিয়েছে, বিদ্রোহী-অধ্যুষিত পূর্বাঞ্চল থেকে হাজার হাজার বেসামরিক নাগরিক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। খবর রয়টার্সের।

সংস্থাটি জানিয়েছে, তারা অসুস্থ এবং আহত বেসামরিকদের সেবা দিতে প্রস্তুত রয়েছে। পূর্ব আলেপ্পো শহরে খাবার, ওষুধ এবং অন্যান্য ত্রাণ সেবা পৌঁছে দেয়ার সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আলেপ্পো থেকে বিদ্রোহীদের হটাতে প্রাণপণে লড়াই করে যাচ্ছে সিরীয় বাহিনী এবং এর জোট বাহিনী। এ পর্যন্ত আলেপ্পোর পশ্চিমাঞ্চল থেকে ৪০ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আগস্ট মাস থেকে এ পর্যন্ত আলেপ্পো শহর থেকে ৬০ হাজারের বেশি বেসামরিক নাগরিক পালিয়েছে।

টিটিএন/এনএইচ/পিআর

আরও পড়ুন