ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তুষারে ঢেকে গেছে সৌদি আরবের মধ্য ও উত্তর-পূর্বাঞ্চল

প্রকাশিত: ০১:২৮ পিএম, ২৯ নভেম্বর ২০১৬

তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় তুষারে ঢেকে গেছে সৌদি আরবের মধ্য ও উত্তর-পূর্বাঞ্চলের মরুভূমি। তুষারপাতের কারণে সাদা এবং বাদামি রঙ ধারণ করেছে মরুভূমির বালু।

মঙ্গলবার দেশটির জাতীয় দৈনিক সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাকারা শহরের কেন্দ্রস্থল এবং তাবুকের উত্তর-পশ্চিমাঞ্চলে মাটিতে তুষারের পাতলা আবরণ পড়েছে। দেশটির উত্তরাঞ্চলের আল-জাওয়াফ অঞ্চলের তাবারজাল শহরে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এ ছাড়া উত্তরাঞ্চলের আল-কাইরুত প্রদেশে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

সৌদি আরবে সাধারণত অক্টোবরের মাঝামাঝি সময়ে বৃষ্টিপাত হয়। তবে এখনো দেশটিতে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হচ্ছে। দেশটির কাসিম ইউনিভার্সিটির জলবায়ু বিজ্ঞানের অধ্যাপক আব্দল্লাহ আল-মুসানাদ বলেন, চলতি সপ্তাহের শেষের দিকে সৌদি আরবের মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত শেষ হতে পারে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, এই মৌসুমের দ্বিতীয় বৃষ্টিপাত হচ্ছে; যদিও ইতোমধ্যে বর্ষাকালের ৪০ দিন অতিবাহিত হয়েছে।

এসআইএস

আরও পড়ুন