ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

প্রকাশ হলো জিহাদি জনে`র পরিচয়

প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

ইসলামিক স্টেটের (আইএস) প্রকাশ করা বহু জিম্মি-হত্যার ভিডিও ফুটেজে যে মুখোশ পরা জঙ্গিকে বারবার দেখা গেছে সেই `জিহাদি জনে`র আসল পরিচয় জানা গেছে। বৃহস্পতিবার ব্রিটিশ এই সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মুখোশ পরা ওই জঙ্গির আসল নাম মোহাম্মদ এমওয়াজি। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা কয়েকটি দেশের নাগরিকদের শিরশ্ছেদের ভিডিও ফুটেজেই তাকে মুখোশ পরা অবস্থায় হাতে ধারালো ছুরি নিয়ে দোলাতে দেখা গেছে। আইএস-এর হাতে বন্দি মার্কিন নাগরিক জেমস ফলি, ব্রিটেনের নাগরিক অ্যালান হেনিং এবং জাপানের সাংবাদিক কেনজি গোতোকে শিরশ্ছেদের ভিডিও ফুটেজেই আবির্ভূত হন তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ এমওয়াজি কুয়েতি বংশোদ্ভূত। তার জন্মও কুয়েতে, কিন্তু পরে তিনি ব্রিটিশ নাগরিকত্ব পান। থাকতেন পশ্চিম লন্ডনে। বয়স ২৫-এর আশেপাশে। এতে আরও বলা হয়, মোহাম্মদ এমওয়াজি ২০০৬ সালে সোমালিয়াতে পাড়ি দিয়েছিলেন এবং সেখানে তৎপর জঙ্গি সংগঠন আল শাবাবের সঙ্গেও সেসময় তার ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সাল থেকেই ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআইফাইভের নজরে ছিলেন এমওয়াজি। বিদেশের মাটিতে সন্ত্রাসী তৎপরতার কিছু ঘটনায় তখন থেকেই তাকে সন্দেহ করা হচ্ছিল। লন্ডনে একটি সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তোলার ব্যাপারে যে ১৩ জন মুসলিম যুবককে সন্দেহের তালিকায় ঢোকানো হয়েছিল, সেই তালিকায়ও ছিল এমওয়াজির নাম।

এদিকে এমওয়াজির বন্ধুদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মধ্যবিত্ত পরিবারের সন্তান এমওয়াজি লন্ডনের ইউনিভিার্সিটি অব ওয়েস্টমিনস্টারে কম্পিউটার বিষয়ে পড়াশোনা করেন। ব্রিটেনের গোয়েন্দারা তার পরিচয় বেশ আগেই পেয়েছিল, কিন্তু তারা তা গোপন রেখেছিল। ওয়াশিংটন পোস্ট আরও জানায়, ২০১২ সালের দিকে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেয় এমওয়াজি।

এএইচ/আরআই