আফগানিস্তানে তুষারপাতে নিহতের সংখ্যা বেড়ে ১২৪
আফগানিস্তানে প্রবল তুষারপাতে অন্তত ১২৪ জনের প্রাণহানি ঘটেছে বলে খবর পাওয়া গেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের পাঞ্জশীর প্রদেশে টানা ২৪ ঘণ্টা তুষারপাতে প্রাণহানি ঘটে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। এখনো নিখোঁজ আছেন আরও বেশ কয়েকজন। বুধবার রাতে উদ্ধার কাজ বন্ধ থাকলেও বৃহস্পতিবার ভোরে আবারও মাঠে নামেন উদ্ধারকারীরা।
তবে প্রতিকূল আবহাওয়া উদ্ধার কাজে বিলম্ব করছে বলে জানিয়েছেন তারা। ঝড়ের কবলে পড়ে সেখানকার মালাস্পা গ্রামের মসজিদ স্কুলসহ শ`খানেক ঘড়বাড়ি বিধ্বস্ত হয়েছে।
গ্রামের একটি বড় অংশ এখনো তুষার চাদরের নিচে ঢাকা পড়ে আছে। দেশটির উত্তরাঞ্চলে এমন তুষাপিাতের ঘটনা প্রায়ই ঘটে।
বিএ/আরআইপি