কাস্ত্রোর মৃত্যুতে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া
কিউবার বিপ্লবী ও অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রো শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিশ্ব মানচিত্রে কিউবাকে একটি সাম্যবাদী দেশ হিসেবে গড়ে তুলতে তিনি আমরণ সংগ্রাম করে গেছেন। তাই তার মৃত্যুতে শোকাহত প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা।
বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাজনৈতিক সংগঠনের শোকবার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার হয়ে উঠেছে ফিদেলময়।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বলেছেন, ভারতের জনগণের বন্ধু, সাবেক রাষ্ট্রপতি এবং কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে জানাই আন্তরিক সমবেদনা।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান তার টুইটার বার্তায় বলেন, বিশ্ব আজ এক মহান ও অনুসরণীয় নেতাকে হারালো, যিনি কিনা তার জাতিকে মুক্তি এনে দিয়েছিলেন সাম্রাজ্যবাদের করাল থাবা থেকে।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার টুইট বার্তায় লিখেন, বিংশ শতাব্দীর এক অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে সমগ্র ভারতবাসী শোকাহত।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানান, কাস্ত্রোর শেখানো সংগ্রাম এবং বিপ্লবের চেতনাকে ধরে রাখা এবং স্বাধীনতা রক্ষার অর্পিত দায়িত্ব পালন করাই হবে আমাদের ফিদেলের প্রতি সম্মান দেখানোর সবচেয়ে বড় উপায়।
লাতিন আমেরিকার দেশ কিউবাকে মুক্তি এনে দিয়েছিলেন বিশ্ব সাম্রাজ্যবাদীদের থাবা থেকে। প্রতিষ্ঠা করেছিলেন সাম্যবাদ। ফিদেল কাস্ত্রো অনুকরণীয় ছিলেন গোটা বিশ্বের কাছে।
আরএএইচ/এএইচ/আরআইপি