ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ঋণ মওকুফে মোদী`র সাক্ষাৎপ্রার্থী মমতা

প্রকাশিত: ০৫:৪০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

রাজ্যের ঋণ মওকুফের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী’র ক্ষমতায় আসার পর ক্রমবর্ধমান দূরত্ব ঠেলে এই প্রথম এমন উদ্যোগ নিলেন মমতা।

এ উদ্দেশ্যে মোদীকে চিঠি দিয়েছেন তিনি। ফেইসবুকে একটি পোস্টের মাধ্যমে চিঠি দেয়ার এ সংবাদ জানিয়েছেন মমতা।

তিনি জানান, পূর্ববর্তী বাম সরকারের ৩৪ বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে নেয়া ঋণের বোঝা তার সরকারকে টানতে হচ্ছে। এ বাবদ প্রতিবছর ২৮ হাজার কোটি টাকা গুণতে হয় তার সরকারকে। এই বিপুল ঋণের বোঝা কমাতেই তৃণমূল কংগ্রেসনেত্রী তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপি’র নেতা নরেন্দ্র মোদী’র সঙ্গে দেখা করার আর্জি জানালেন।

তবে এর আগেও কয়েকবার কেন্দ্রীয় সরকারের কাছে ঋণ কমাতে আবেদন করেছেন মমতা। কিন্তু কংগ্রেস সরকার সেসময় তাতে কোনো সাড়া দেয়নি।

এসআরজে