ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নোট বাতিলের পর গচ্ছিত স্বর্ণের ওপর নজর সরকারের

প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৫ নভেম্বর ২০১৬

কালো টাকার বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এজন্য আমজনতাকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নোট বাতিলের পরবর্তী পদক্ষেপ হিসাবে এবার গচ্ছিত স্বর্ণের ওপর নজর দেবে সরকার।

গত সপ্তাহে নোট বাতিলের পর সরকার স্বর্ণের আমদানিও বন্ধ করে দিতে পারে ভেবে বহু স্বর্ণ ব্যবসায়ী আগে ভাগেই অনেক গহনা, বার এবং কয়েন কিনে রেখেছেন। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ আমদানিকারক দেশ। বলা হয়ে থাকে, দেশে স্বর্ণের চাহিদার এক তৃতীয়ংশই পূরণ হয় কালো টাকা লেনদেন করে। কর ফাঁকি দেওয়া টাকায় সেই লেনদেন হয় বলেও জানানো হয়েছে।

অর্থাৎ ব্যবসায়ীরা করের টাকা লুকিয়ে সেই টাকায় স্বর্ণ কিনছেন। ফলে সরকারের ঘরে করের ন্যায্য টাকা পৌঁছায় না। কেন্দ্রীয় সূত্র জানিয়েছে, এবার এ ধরনের স্বর্ণের মজুতকারীদের উপর ভালো ভাবেই নজর দেয়া হবে। নোট বাতিলের সিদ্ধান্তে ইতোমধ্যেই অবৈধভাবে স্বর্ণের চোরাচালান অনেকটা বন্ধ হয়ে গেছে। সেটা আরো নিয়ন্ত্রণে আনতে চায় সরকার।

টিটিএন/এমএস

আরও পড়ুন