ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আইএসের হাতে জিম্মি ১৫০ খ্রিস্টান

প্রকাশিত: ০১:০৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

সিরিয়ায় অন্তত দেড়শ খ্রিস্টান ধর্মাবলম্বীকে জিম্মি করেছে চরমপন্থী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হাসাকার এ্যাসিরিয়ান খ্রিশ্চিয়ান গ্রাম থেকে মঙ্গলবার ওই ব্যক্তিদের অপহরণ করে আইএসের যোদ্ধারা। অপহৃতদের মধ্যে নারী ও বয়স্ক মানুষও রয়েছে। হাসাকার সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের এক নেতা বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।

সিরিয়ার ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্ট বাসাম ইশাক বলেন, অন্তত ১৫০ ব্যক্তিকে অপহরণ করেছে বিদ্রোহীরা। এর আগে, মঙ্গলবার সিরিয়ার একটি মানবাধিকার সংস্থা জানিয়েছিল, হাসাকা থেকে ৯০ খ্রিস্টানকে অপহরণ করেছে আইএস।

কুর্দি নিয়ন্ত্রিত হাসাকায় আইএসের এ অপহরণকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। অপহৃতদের দ্রুত মুক্তি দেওয়ারও আহ্বান জানিয়েছে দেশটি।

এএইচ/পিআর