ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আইন মেনেই কাজ করেছি : এডওয়ার্ড স্নোডেন

প্রকাশিত: ০৬:৩৩ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) নতুন গোপন নথি প্রকাশ করেন সংস্থাটির সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন। নথি অনুযায়ী, সংস্থাটি বিশ্বের শীর্ষ সিম (সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল) নির্মাতা প্রতিষ্ঠানের নেটওয়ার্ক হ্যাক করে গ্রাহকদের ওপর নজরদারি চালাচ্ছে। এছাড়া তাদের ওপর হার্ডড্রাইভে ম্যালওয়্যার ছড়িয়ে দিয়ে নজরদারি করার অভিযোগও উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে কোনো মন্তব্য করেননি সংস্থাটির পরিচালক মাইকেল রজার্স। কিন্তু এনএসএ আইনসম্মত উপায়ে কাজ করে বলে দাবি করেন তিনি। খবর রয়টার্স।

সম্প্রতি সংস্থাটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের জবাব দিতে সামনে আসেন রজার্স। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি কোনো নির্দিষ্ট অভিযোগের কথা বলতে চাই না। শুধু এটাই নিশ্চিত করতে চাই, আমরা আইন মেনেই কাজ করছি।’

গত সপ্তাহে রাশিয়াভিত্তিক সাইবার নিরাপত্তাদাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি জানায়, ওয়েস্টার্ন ডিজিটাল, সিগেট, তোশিবাসহ অন্যান্য শীর্ষস্থানীয় হার্ডড্রাইভ নির্মাতার ডিভাইসে বিশেষ ম্যালওয়্যার রয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। আর এ ম্যালওয়্যারের মাধ্যমে গ্রাহকের কর্মকাণ্ডের ওপর নজরদারি করা সম্ভব। এ ঘটনার পেছনে এনএসএ জড়িত বলেও জানা যায়।

এনএসএর সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন সম্প্রতি আরো নথি ফাঁস করেন। সম্প্রতি তার ফাঁস করা নথিতে জানা যায়, মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দারা বিশ্বের শীর্ষস্থানীয় সিম নির্মাতা প্রতিষ্ঠান জেমালটোর নেটওয়ার্কে হামলা চালিয়েছে।

এআরএস/এমএস