জাতিসংঘে যুক্তরাষ্ট্রের নতুন দূত নিকি হ্যালে
জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক ও দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যের গভর্নর নিকি হ্যালে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবর অনুযায়ী, নিকি হ্যালে ট্রাম্প প্রশাসনে প্রথম অ-শেতাঙ্গ মন্ত্রী পর্যায়ের নারী কর্মকর্তা। হ্যালে একজন ভারতীয় অভিবাসীর কন্যা এবং নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন।
৪৪ বছর বয়স্ক এই রাজনীতিককে রিপাবলিকান দলের উদীয়মান তারকা হিসেবে দেখা হয়। তিনি যুক্তরাষ্ট্রের কনিষ্ঠতম গভর্নর এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ২৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।
শিখ পরিবারে জন্ম নেয়া হ্যালে পরবর্তীতে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। ন্যাশনাল আর্মি গার্ডের ক্যাপ্টেন মাইকেল হ্যালে তার স্বামী। হ্যালে দুই সন্তানের জননী।
বিএ