ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে সোয়াইন ফ্লুতে মৃত ৮৪১

প্রকাশিত: ০৫:৫২ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

ভারতে সোয়াইন ফ্লুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪১, আক্রান্ত হয়েছেন ১৪৫০০-র ও বেশী মানুষ।

ভারতের স্বাস্থ্য মন্ত্রী সংসদের উভয় কক্ষে এক বিবৃতিতে জানিয়েছেন ২০১০ সালে যে ভাইরাসে প্রায় ১৭০০ মানুষ মারা গিয়েছিলেন, সেই এইচ ওয়ান এন ওয়ান ভাইরাসই এবছরও আক্রমণ করেছে।

রাজ্যগুলির মধ্যে রাজস্থান আর গুজরাটেরর পরিস্থিতিই সবথেকে ভয়াবহ।

ভারতের স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা সংসদে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন গত দুমাসে যে প্রায় সাড়ে আটশো মানুষ সারা দেশে যে ভাইরাল ইনফ্লুয়েঞ্জাতে মারা গেছেন, সেটি টাইপ এ ভাইরাস।

এইচ১ এন ১ বা সাধারন ভাষায় সোয়াইন ফ্লু ভাইরাস বছরের এই সময়েই সবথেকে বেশী ছড়ায় আর প্রায় মহামারীর আকার ধারণ করে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও আজ জানিয়েছে তারা সোয়াইন ফ্লুর প্রকোপের দিকে গভীর নজর রাখছে কিন্তু এখনও সেটা মহামারীর আকার ধারন করেনি।

এআরএস/এমএস