ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সন্ত্রাসী হামলার আশঙ্কায় ইউরোপ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৩ নভেম্বর ২০১৬

সন্ত্রাসী হামলার ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় ইউরোপ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র দফতর। বিশেষ করে ছুটির দিনগুলোতে ওই হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ইউরোপ ভ্রমণের সময় যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।  

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, ছুটির দিনের উৎসবে, ইভেন্টে ও খোলা বাজারে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা অনুশীলন করা উচিত।

বিবৃতিতে আরো বলা হয়েছে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস), আল কায়েদা ও তাদের অনুসারীরা ইউরোপজুড়ে হামলার পরিকল্পনা অব্যাহত রেখেছে বলে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, গত বছর চরমপন্থীরা বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি ও তুরস্কে হামলা চালিয়েছে। এ ছাড়া ইউরোপজুড়ে এ ধরনের হামলা আবারো হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে।

ইউরোপ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য এ সতর্কতা আগামী বছরের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

সূত্র : রয়টার্স।

এসআইএস/এমএস

আরও পড়ুন