ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জাতিসংঘ জলবায়ু প্যানেল প্রধানের পদত্যাগ

প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

যৌন হয়রানির অভিযোগের মুখে পদত্যাগ করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যানেলের (আইপিসিসি) প্রধান রাজেন্দ্র পাচৌরি। পাচৌরির পদত্যাগের খবর নিশ্চিত করে জানিয়েছেন তার এক মুখপাত্র। তবে পাচৌরি তার বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করেছেন।

দিল্লিতে পাচৌরির কার্যালয়ে কর্মরত ২৯ বছরের এক নারীর অভিযোগ তদন্ত করে দেখছে ভারতের পুলিশ। অভিযোগকারী নারীর আইনজীবীরা বলছেন, অনাকাঙ্খিত ই-মেইল, টেক্সট এবং ফোন মেসেজ দিয়ে এ হয়রানি করা হয়েছে।

জাতিসংঘের আইপিসিসি ব্যুরো মঙ্গলবার পাচৌরির জায়গায় ভাইস চেয়ারম্যান ইসমাইল আল গিজৌলিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে। ২০০২ সাল থেকে আইপিসিসি’র চেয়ারম্যান ছিলেন পাচৌরি। ২০০৭ সালে তিনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন।

এএইচ/পিআর