প্রথম বাংলাদেশি কার্ডিনাল ডি রোজারিও ভ্যাটিকানে অভিষিক্ত
প্রথম বাংলাদেশি হিসেবে খ্রিস্টান ক্যাথলিক সম্প্রদায়ের সম্মানজনক কার্ডিনাল পদে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হয়েছেন আর্চবিশপ প্যাট্রিক ডি’ রোজারিও। শনিবার তাকে এই পদে অভিষিক্ত করেন পোপ ফ্রান্সিস। খবর এএফপির।
শনিবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ভ্যাটিকানে তিনিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের আরো ১৬ জন এই পদে অভিষিক্ত হন।
বাংলাদেশ ছাড়াও বেলজিয়াম, ব্রাজিল, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইতালি, মরিশাস, মেক্সিকো, পাপুয়া নিউগিনি, স্পেন, যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলা নতুন কার্ডিনাল হয়। এদের মধ্যে তিনজন হয়েছেন যুক্তরাষ্ট্র থেকে।
গত ৯ অক্টোবর কার্ডিনাল পদে তাদের নাম ঘোষণা করে ভ্যাটিকান।
প্যাট্রিক ডি রোজারিও একমাত্র কার্ডিনাল, যিনি একটি জনবহুল দেশের মাত্র শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন। যাদের মধ্যে আবার অর্ধেক ক্যাথলিক।
প্যাট্রিক ডি রোজারিও ১৯৪৩ সালে বরিশালের পাদ্রিশিবপুরে জন্মগ্রহণ করেন।
জেডএ/এনএইচ/এমএস