ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফের চ্যান্সেলর পদে লড়বেন মেরকেল

প্রকাশিত: ০৩:২৬ এএম, ১৭ নভেম্বর ২০১৬

জার্মানির ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের সিনিয়র সদস্য নরবার্ট রোটজন বলেছেন, বর্তমান চ্যান্সেলর মেরকেল এ পদের জন্য ভবিষ্যতেও লড়বেন।

রোটজন বলেছেন, আবার নির্বাচনের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ মেরকেল। দায়িত্বশীল একজন নেত্রী হিসেবে কাজ করতে চান তিনি। তবে আন্তর্জাতিক অঙ্গনে একজনের ওপর নির্ভর করে সবকিছু করা যায় না।

মেরকেল চতুর্থবারের মতো চ্যান্সেলর হওয়ার নির্বাচনে নামবেন কি না- সে বিষয়টি নিয়ে জার্মানদের মধ্যে প্রশ্ন ঘুরছে।

এনএফ/আরআইপি