ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মিশেলকে ‘বানর’ বলায় সমালোচনার মুখে মেয়রের পদত্যাগ

প্রকাশিত: ০৮:০৩ এএম, ১৬ নভেম্বর ২০১৬

মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাকে নিয়ে বর্ণবাদী ফেসবুক পোস্টে সমর্থন জানানোয় সমালোচনার মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন পশ্চিম ভার্জিনিয়ার এক মেয়র। একটি ফেসবুক পোস্টে মিশেল ওবামাকে বানরজাতীয় প্রাণীর সঙ্গে তুলনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘একটা হিল পরা বানরকে দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি।’

এমন পোস্টের জবাবে শহরের মেয়র বেভারলি হোয়েলিং লিখেছেন, ‘তুমি আমার দিনটি ভালো করে দিলে। এই শহরটিতে মাত্র ৪৯১ জন লোকের বাস। এখানে কোনো কৃষ্ণাঙ্গ আফ্রিকান-আমেরিকান থাকেন না।’ অপরদিকে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে লেখা হয়েছে, ‘হোয়াইট হাউসে এখন একজন সুন্দরী এবং অভিজাত ফার্স্ট লেডিকে দেখতে পাবো। এটা ভেবেই সতেজ লাগছে।’

তবে, ওই মেয়রের দাবি তিনি বর্ণবাদী চিন্তা থেকে এটা লেখেননি। অনেকেই এ ধরনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

টিটিএন/এমএস

আরও পড়ুন