ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চীনে বিমান দুর্ঘটনায় নারী পাইলটের মৃত্যু

প্রকাশিত: ০৯:২৫ এএম, ১৪ নভেম্বর ২০১৬

চীনের একটি যুদ্ধবিমান ভেঙে পড়ে দেশটির প্রথম নারী ফাইটার পাইলটের মৃত্যু হয়েছে। উত্তর চীনের হেবেই প্রদেশে চীনা বিমানবাহিনীর একটি মহড়া চলার সময় ওই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনাকে চীনের বিমানবাহিনীর পক্ষে এক প্রবল ক্ষতি বলে দেশটির সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস উল্লেখ করেছে।

নিজস্ব প্রযুক্তিতে তৈরি জে-১০ যুদ্ধবিমান নিয়ে মহড়ায় অংশ নিয়েছিলেন চীনের প্রথম নারী ফাইটার পাইলট ইউ শু। মাঝ আকাশে ইউ শু যে বিমানে ছিলেন সেটিতে ত্রুটি ধরা পড়ে। যুদ্ধবিমানটিতে ইউ শু অবশ্য একা ছিলেন না। একজন পুরুষ কো-পাইলট তার সঙ্গে ছিলেন।

বিমানের ত্রুতি দেখা দেয়ায় দু’জনে মাঝ আকাশেই বিমান ছেড়ে বেরিয়ে যান। কো-পাইলট প্যারাশুটে করে নির্বিঘ্নে মাটিতে নামতে পারলেও ইউ শু তা পারেননি। অন্য একটি যুদ্ধবিমানের ডানায় সজোরে ধাক্কা খেয়ে তার মৃত্যু হয়। এই দুর্ঘটনায় চীনা বিমানবাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে।

চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসে ইউ শু সম্পর্কে লিখেছে, মাত্র যে চারজন মহিলা পাইলট দেশে তৈরি যুদ্ধবিমান ওড়াতে সক্ষম ইউ শু তাদের অন্যতম। তার মৃত্যু চীনা বিমানবাহিনীর জন্য এক অপূরণীয় ক্ষতি।

টিটিএন/আরআইপি

আরও পড়ুন