ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদ করা হবে

প্রকাশিত: ০৫:০৭ এএম, ১৪ নভেম্বর ২০১৬

দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, রাজনৈতিক দুর্নীতির অভিযোগে তাকে দেশটির আইনজীবীদের মুখোমুখি হতে হবে। তারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন।

দেশটিতে দায়িত্বে থাকা কোনো প্রেসিডেন্টকে এই প্রথম জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামী বুধবারের আগেই এই জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রেসিডেন্ট গিউন হাইয়ের বিরুদ্ধে তার বন্ধু চোই সুই সিলকে পর্দার পেছন থেকে সরকারি কাজে হস্তক্ষেপ করতে দেওয়ার অভিযোগ উঠেছে। আর এ অভিযোগে তার পদত্যাগের দাবিতে শনিবার দেশটির রাজধানী সিউলে মিছিল করেছেন লাখ লাখ মানুষ।

আইনজীবীরা এরই মধ্যে কোরিয়ান এয়ার, স্যামসাং, হুন্দাইয়ের শীর্ষ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। স্যামসাং ইলেকট্রনিক্সের ভাইস চেয়ারম্যান লি জা-ইয়ংয়ের কাছে জানতে চাওয়া হয়, প্রেসিডেন্টের বন্ধু চোইয়ের ফাউন্ডেশনে মিলিয়ন মিলিয়ন ডলার অনুদান দেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট কোনো চাপ প্রয়োগ করেছিল কিনা?

চোইয়ের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন কোম্পানির কাছ থেকে জোর করে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগও রয়েছে। প্রতারণার অভিযোগে তিনি বর্তমানে আটক রয়েছেন।

জেডএ/পিআর