ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নয়াদিল্লিতে নাইজেরীয় মহিলাকে গণধর্ষণ

প্রকাশিত: ০৮:৫১ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আবারও গণধর্ষণের ঘটনা ঘটেছে। এবার নয়াদিল্লির সাকেত এলাকায় লিফ্ট দেওয়ার নাম করে এক নাইজেরীয় মহিলাকে চলন্ত গাড়িতে তুলে গণধর্ষণের অভিযোগ চার দুষ্কৃতিকারী বিরুদ্ধে।

অভিযুক্ত চারজনকেই গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তারা ময়ূর বিহার এলাকার বাসিন্দা। যে গাড়িতে ওই মহিলাকে গণধর্ষণ করা হয়েছে, সেই গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধর্ষণের পর শনিবার ভোরে ওই মহিলাকে ময়ূর বিহারেই রাস্তায় ফেলে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা।

ময়ূর বিহার সংলগ্ন চিল্লা ভিলেজ টোল প্লাজার নিরাপত্তা কর্মীরা আহত অবস্থায় ওই মহিলাকে দেখতে পান। সঙ্গে সঙ্গেই ভোর পৌঁনে তিনটে নাগাদ তারা ঘটনার কথা পুলিশকে জানান।

পুলিশ জানিয়েছে, নিরাপত্তা কর্মীরা দেখেন, ওই মহিলা মত্ত অবস্থায় কোনো রকমে হাঁটছিলেন। একটা সময় মাটিতে লুটিয়ে পড়েন। তারা ওই মহিলাকে লাল বাহাদুর হাসপাতালে ভর্তি করেন।

পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, দুর্বৃত্তরা তাকে তার দক্ষিণ দিল্লির বাড়িতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এজন্যই সাকেতের ফার্মহাউস থেকে তিনি তাদের গাড়িতে ওঠেন। গাড়িতে ওঠার পরই দুর্বৃত্তরা তাকে গণধর্ষণ করতে শুরু করে।

এরপর মহিলার ব্যাগ কেড়ে নিয়ে চিল্লা ভিলেজের কাছে ফেলে পালিয়ে যায় তারা। ব্যাগে টাকা ও মোবাইল ফোন ছিল। মহিলার অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে।

বিএ/আরআই