ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ওপার বাংলায় বাংলাদেশি চ্যানেল

প্রকাশিত: ০৫:২০ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫

পশ্চিমবঙ্গে বাংলাদেশি স্যাটেলাইট চ্যানেল দেখানোর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ঘোষণায় পশ্চিমবঙ্গের কেবল অপারেটরদের তিনটি গ্রুপ সিটি কেবল, মন্থন ও জিটিপিএল সন্তোষ প্রকাশ করেছে।

শুক্রবার ঢাকায় সোনারগাঁও হোটেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের শিল্প-সাহিত্য-চলচ্চিত্রসহ সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন।

এর মাধ্যমে শিল্প-সাহিত্য-সংস্কৃতির যোগাযোগ বৃদ্ধি থেকে বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে মমতা ব্যানার্জীর ইতিবাচক মনোভাব স্পষ্ট হয়ে ওঠে।

বিজেপির শীর্ষস্থানীয় নেতা ও রাজ্য বিজেপির একমাত্র বিধায়ক শমিক ভট্টাচার্য বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের ক্ষেত্রে মমতা ব্যানার্জির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর এই ঢাকা সফরে সব ঝুলে থাকা সমস্যা মেটানোর চেষ্টা ভালো উদ্যোগ।

বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী অবশ্য কিছুটা কটাক্ষের সুরে বলেন, কেউ কেউ আছেন জল ঘোলা করে সব করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে কাজটিই করলেন।

তিনি আরও বলেন, দেরিতে হলেও তিস্তা-ছিটমহল এমনকি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো কলকাতায় দেখানোর বিষয়ে তাঁর ইতিবাচক ভূমিকায় দুই বাংলার সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

বিএ/আরআই